বৃহস্পতিবার | ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

গোসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় আটক ২

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাইয়ের আশ্রমে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ মে ২০২৫) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. রুবেল আলী (৩০) ও মনিহারপুর গ্রামের মো. রেজু আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল জব্বার ও মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. রুবেল আলীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) আশ্রমে বাগানের আম সংগ্রহকালে আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। গত ১৮ মে, ২০২৫ উপজেলার নওপাড়া গ্রামের মো. নাসির হোসেন আশ্রমের বাগানের আম ক্রয় করেন। চুক্তিনামা অনুযায়ী মঙ্গলবার সকালে আমের ক্রেতা নাসির হোসেন আশ্রমের ভিতরে বাগানের আম সংগ্রহ করতে গেলে আশ্রমের বাইরে একদল দুর্বৃত্ত ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ এবং ৪টি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় আমের ক্রেতা নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.