মঙ্গলবার | ১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে কৌশলে নিজেদের পাট ক্ষেতে গাঁজার চাষ করে রক্ষা পাননি মাদক ব্যবসায়ী বশির উদ্দিন ও চম্পা বেগম ওরফে রঙ্গিলা নামে এক দম্পতি। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন মাদক ব্যবসায়ী রঙ্গিলা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বশির উদ্দিনের স্ত্রী চম্পা বেগম ওরফে রঙ্গিলাকে (৪০) আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন। অভিযানকালে চম্পা বেগমের বাড়ি থেকে ৫শ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। চম্পা বেগম ওরফে রঙ্গিলাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.