শনিবার | ২৩ আগস্ট, ২০২৫ | ৮ ভাদ্র, ১৪৩২

ঈদুল আযহায় মাংস বিতরণ করলো তুরস্কের ‘খানলার ফাউন্ডেশন’

নাটোর প্রতিনিধি:
ঈদুল আযহা উপলক্ষে গরিব, মিসকিন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কাছে গরুর মাংস পৌঁছে দিয়েছে তুরস্ক ভিত্তিক ‘খানলার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের অর্থায়নে তুর্কি-বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় সংগঠনটির ‘হ্যান্ডস ফর হিউমিনিটির কোরবান অর্গানাইজেশন’ এ কর্মসূচি বাস্তবায়ন করে।
নাটোরের লালপুরের ‘হযরত উল্লাহ ফাউন্ডেশ’ এর কর্ণধার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের ডা. শাহিনুর রহমান দুলালের মাধ্যমে গরিব পরিবারের কাছে গরুর মাংস পৌঁছে দেওয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিনিধি তুরস্কের নেজাতি মায়া ও রেজেপএজার।


জানা যায়, শনিবার (৭ জুন ২০২৫) ঈদুল আযহার দিনে তুরস্কের খানলার ফাউন্ডেশন কোরবানি অর্গানাইজেশনের মাধ্যমে ‘হযরত উল্লাহ ফাউন্ডেশ’ এর কর্ণধার ডা. শাহিনুর রহমান দুলালের নেতৃত্বে লালপুর উপজেলার আব্দুলপুর, গোসাইপুর, ধনঞ্জয়পাড়াসহ বিভিন্ন জায়গায় ৩৭ টি গরু কোরবানির মাধ্যমে ৮০০ টি পরিবারের মাঝে ৬ কেজি করে মাংস বিতরণ করা হয়। এছাড়া ‘হাফিজ-নাজনীন ফাউন্ডেশন’ এর মাধ্যমে ১১ টি গরু কোরবানি করে ১১৩০ কেজি জয়পুরহাট জেলা সদরে ৫৮৫ জনের মাঝে দুই কেজি করে গরুর মাংস নিজ হাতে বিতরণ করেন বাংলাদেশ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।


লালপুরের চা বিক্রেতা মনোয়ারা, প্রতিবন্ধী আশরাফ, ভিক্ষুক মাজেদা, কৃষক সাইফুল ইসলাম, রিকশা চালক হাবিবসহ অনেকে বলেন, তাদেরকে ডেকে নিয়ে কোরবানির দিয়ে ৬ কেজি করে মাংস দিয়েছেন।
সংগঠনটির প্রতিনিধি তুরস্কের নেজাতি মায়া বলেন, তুরস্ক ভিত্তিক সংগঠন ‘খানলার ফাউন্ডেশন’ বিশ্বব্যাপী সমাজকল্যাণ মূলক কাজ করে থাকে। তারই অংশ হিসেবে বাংলাদেশে ঈদুল আযহায় মাংস বিতরণ কর্মসূচি গ্রহণ করে। প্রতি বছরে এই এলাকার মানুষের মধ্যে আমাদের এই সেবা চলমান থাকবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সহায়তা প্রদানে কাজ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.