মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২

জাতীয় ফল মেলা উদ্বোধন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার মূল প্রতিপাদ্য হলো: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এই অনুষ্ঠানে ফল খাওয়ার উপকারিতা এবং ফলের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষের পুষ্টি চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। এছাড়া, দেশী ফল প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। তাই ফলের উৎপাদন বাড়াতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং অনাবাদি পতিত জমিতে দেশি ফলের গাছ লাগানোর আহ্বান জানানো হয়। ফল মেলায় আম-কাঁঠাল সহবিভিন্ন প্রকার দেশীয় ফল ও ফলদ গাছের চারা উপস্থাপন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.