শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২

স্বৈরাচার

-মোঃ হারুনার রশিদ পাপ্পু
জাতির ঘাড়ে চেপে বসে, মস্ত স্বৈরাচার।
দেশের সম্পদ লুটে নিয়ে, করে মিথ্যাচার।
নির্যাতনের যাতাকলে, পৃষ্ঠ হয় মানুষ।
স্বৈরাচার বুলি আওড়ায়, উন্নয়নের ফানুস।
লুটপাট, ব্যাংক ডাকাতি, দাপটের সাথে চালায়।
মানুষ ভয়ে মুখ খুলে না, শুধু কষ্ট পায়।
পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী হারায় আসল রুপ।
স্বৈরাচারের কথায় উঠে বসে, জনগনের বেলায় চুপ।
নির্বাচনের নামে চলে, ভোট ডাকাতির খেলা।
গনতন্ত্রের নামে চলে, দুর্নীতিবাজের মেলা।
ভিন্ন মত দমন করে, শোনে না কারো কথা।
বিরুদ্ধে কেও বললে কথা, থাকে না তার মাথা।
দিনে, দিনে পাপের বোঝা, এত বড় হয়।
ক্ষমতার দাপট আর সহে না, মানুষ সরব হয়।
ছাত্রজনতা জোট বাধে, মুক্তির গান গেয়ে।
আন্দোলনে বারুদ ঢালে,
রাজপথে গিয়ে।
স্বৈরাচারের দিন শেষ হয়, মিথ্যার হয় লয়।
স্বৈরাচারের পতন করে, জনতার হয় জয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.