শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২

অসার

-মোঃ হারুনার রশিদ পাপ্পু
ওরে বাবা কি ছেলেরে? চোখ উঠলো কপালে।
অসাধ্যকে সাধ্য করবে, ওরে বাবা গোপালে।
ওরে কত! আরো কত!! না চাইতেই এতো সব?
চাইলে বুঝি থাকতো না হিসাব, সব কিছুই ললিপোপ।
এটা, ওটা, সবকটা, করবো আমি বাজিমাত।
আমি কিন্তু বাঘের বাচ্চা, তোদের করব আচ্ছা জাত।
খেলবো খেলা, মাঠে আমি সবকিছু করবো লয়।
দেখিস বেটা সব পালাবে, আমায় দেখে করবে ভয়।
একশতে একশ আমি, জেনে রাখো বোকার দল।
বামের এক বাদ দিলে সবই আমার বুকের বল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.