মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২

ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২২ জুন ২০২৫) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে এ সময় তাঁরা লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের হাতে একটি গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু করেন।

পর্যায়ক্রমে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ, মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ এবং কলসনগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণকালে প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.