নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় মুনতাজ আলী (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় ইপিজেড শ্রমিকদের পরিবহনকারী ইঞ্জিন চালিত দুটি ভ্যানের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সকাল ৬ টায় এবং ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে সকাল পৌনে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহত ব্যক্তির জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনায় নিহত মুনতাজ আলী উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মন্ডলের বড় ছেলে।
আহত ১৪ জনের মধ্যে উপজেলার নবীনগর গ্রামের আরশেদ মোল্লার স্ত্রী মোছা. আফসানা খাতুন (২২), উত্তর লালপুর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী মোছা. মিতা খাতুন (২৩) ও তিলকপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. লিমনের (২৪) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬ টার দিকে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মুনতাজ আলী। এ সময় লালপুর থেকে বাঘাগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫৮০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান স্থানীয়রা। সেখানে সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই মো. মকবুল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার ভাই মুনতাজ আলীর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
অপর দিকে স্থানীয়রা জানান, লালপুর থেকে ঈশ্বরদীর রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) অঞ্চলে যাওয়ার পথে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা নামক স্থানে কর্মরত শ্রমিকদের পরিবহনকারী ইঞ্জিন চালিত দুটি ভ্যানের সংঘর্ষ হয়। পালিদেহা গ্রামে ইপিজেডের এক শ্রমিককে গাড়িতে উঠানোর সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি ইঞ্জিন চালিত ভ্যান ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানের ১৪ জন শ্রমিক আহত হন। আহতরা লালপুর উপজেলা কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। ইঞ্জিন চালিত দুটি ভ্যান ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।