মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২

এইচএসসি পরীক্ষার্থী ১৮১৪ জন, অনুপস্থিত ৬২ জন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীয় প্রথম দিনে ১ হাজার ৮১৪ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬২ জন।
বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) পরীক্ষা কেন্দ্রের সচিবরা এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা কেন্দ্র সমুহে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের পাশাপাশি করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহবান জানান পরীক্ষা কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি লালপুর-১ (কেন্দ্র কোড-২১৮) গোপালপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে গৌরীপুর, কলসনগর, মাঝগ্রাম ও লালপুর কলেজের ৩০৯ জন, এর মধ্যে অনুপস্থিত ৭ জন; লালপুর-২ (কেন্দ্র কোড-২১৯) লালপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে গোপালপুর ডিগ্রি, গোপালপুর আদর্শ ডিগ্রি মহিলা, লালপুর পাইলট বালিকা, নজরুল নগর, পাইকপাড়া, রামপাড়া, মোহরকয়া, দুড়দুড়িয়া, বিলমাড়িয়া ও রাধাকান্তপুর কলেজের ৭৫৬ জন, এর মধ্যে অনুপস্থিত ১৯ জন; বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি) মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় (কেন্দ্র কোড-২৪০৭৯) পরীক্ষা কেন্দ্রে মঞ্জিলপুকুর, লালপুর শ্রী সুন্দরী, চকনাজিরপুর, মাজার শরীফ মহিলা, গোপালপুর পৌর, গোপালপুর পৌর মহিলা, লক্ষণবাড়িয়া ও লালপুর ডিগ্রি কলেজের ৬৬৯ জন, এর মধ্যে অনুপস্থিত দ্বিতীয় বর্ষে ৭ জন ও প্রথম বর্ষে ২১ জন মোট ২৮ জন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন লালপুর-বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা (কেন্দ্র কোড-২৮৪) পরীক্ষা কেন্দ্রে লালপুর-বালিতিতা ইসলামপুর, রায়পুর, ন্যাংগোপাড়া, ভেল্লাবাড়িয়া ও কাদিরাবাদ কাজিপাড়া আলিম মাদ্রাসার ৮৪ জন, এর মধ্যে অনুপস্থিত ৮ জন সর্বমোট- ১ হাজার ৮১৮ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬২ জন।
এ দিকে গত মঙ্গলবার (২৪ জুন ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে পরীক্ষার কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও পরীক্ষা পরিচালনা সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, এইচএসসি পরীক্ষার গোপালপুর ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. বাবুল আকতার, লালপুর ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. ফিরোজ হোসেন, এইচএসসি (বিএমটি) পরীক্ষার মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. সাইফুল ইসলাম রিপন, আলিম পরীক্ষার লালপুর-বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান ফিরোজসহ প্রতিষ্ঠান প্রধান, কক্ষ পরিদর্শক ও পরীক্ষা পরিচালনা সংশ্লিষ্টরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.