নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার ঢোকা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর কিছু আগে ওই ছাত্রদল নেতা উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢোকেন বলে জানিয়েছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
এর আগে কক্ষে ওই নেতা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪৪ ধারা ভাঙায় অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে। অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছেন রাকিব সরদার নামে একজন এমনটাই জানতে পেরেছি। এ ঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।
অভিযুক্ত রাকিব সরদার বলেন, ‘আমার চাচাতো বোনকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। পরীক্ষা পরিদর্শন বা অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ তবে কেন্দ্রে প্রবেশ করা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতার ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।