মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন নাটোর জেলা প্রশাসক

নাটোর প্রতিনিধি :
‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ এ ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
বুধবার (২৫ জুন ২০২৫) রাজধানী ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ এর জন্য ৭ টি শ্রেণিতে পুরস্কার প্রদান করা হয়েছে। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক ভবনের ছাদ ও চত্বরের সৌন্দর্যবৃদ্ধি ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রয়াস হিসেবে বিজ্ঞানভিত্তিক মডেল অনুসরণ করে ‘পুষ্পমঞ্জরি’ ছাদ বাগান প্রতিষ্ঠা করা হয়েছে। এই ছাদবাগানে ৯ প্রজাতির বনজ, ৪৫ প্রজাতির ফলদ, ২১ প্রজাতির ভেষজ, ২৬ প্রজাতির শোভাবর্ধনকারী, ৭ প্রজাতির দেশিয় বিলুপ্তপ্রায়, ৭ প্রজাতির বিশেষ/বিরল এবং ১১ প্রজাতির সবজি ও অন্যান্য বৃক্ষ রোপণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.