নাটোর প্রতিনিধি :
বন্যপ্রাণী সংরক্ষণ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ পেয়েছেন নাটোরের ফজলে রাব্বী।
বুধবার (জুন ২৫ ২০২৫) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সম্মাননা ফজলে রাব্বীর হাতে প্রদান করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে বুধবার (১৮ জুন ২০২৫) জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বীকে মনোনীত করা হয়।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ২০১১ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মো. ফজলে রাব্বী। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগরসহ আশপাশের গ্রামগুলোকে পাখি শিকারমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তাঁর স্বপ্ন মাধনগরসহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে এলাকার উদ্যোমী যুব সমাজকে উদ্বুদ্ধ করণ পূর্বক গড়ে তুলেছেন ‘স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা’। তিনি ও তাঁর প্রতিষ্ঠান তাঁদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গনসচেতনতামূলক প্রচার-প্রচারনা (পোস্টার, ব্যানার, লিফলেট বিতরন, মাইকিং ইত্যাদি) চালিয়ে যাচ্ছেন। সংগঠনটি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি (জাল, ফাঁদ ইত্যাদি) উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ, ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচিসহ নান্যাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংকান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছেন।