নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে মো. আলম ইসলাম (২৪), বালিতিতা গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. রুবেল আলী (২৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে মো. রাসেল (২৪)।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম। এ সময় বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন রাসেল, আলম ও রুবেলের নিকট থেকে নিষিদ্ধ ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।