নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) উপজেলার নজরুল নগর কলেজ ও লক্ষনবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘যুবরাই লড়বো, সবুজ পৃথিবী গড়বো’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান।
তিনি বলেন, ‘লালপুর দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা। তাই এ অঞ্চলকে শীতল রাখতে উপজেলা জুড়ে ৪০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সবুজে ঘেরা একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাসব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।
সংগঠনের সভাপতি সজিবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল নগর কলেজের অধ্যক্ষ ইনতাজ আলী, লক্ষণবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।