নাটোর প্রতিনিধি :
এক্সিম ব্যাংকের উদ্যোগে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৫) এক্সিম ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় এ আয়োজন করা হয়।
উৎসবের মূল উদ্যোক্তা এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, দেশীয় ফলের ব্যাপক পরিচিতি বাড়ানো এবং বিলুপ্তির হাত থেকে এগুলোকে রক্ষা করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
উৎসবে আম, কাঁঠাল, জাম, পেয়ারা, পেঁপে সহ নানা ধরনের ৩৫ প্রজাতির দেশীয় ফলের সমারোহ ছিল। এই ধরনের আয়োজন দেশীয় ফলের প্রতি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে এবং সেগুলোকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফল উৎসবে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মন্জুরুল আহসান শাহ, রাজশাহী শাখার ব্যবস্থাপক শাহিন কবির, চাঁপাই নবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান, শাখার আমন্ত্রিত গ্রাহক ও অতিথিবৃন্দ এবং চাঁপাই নবাবগঞ্জ শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।