শুক্রবার | ৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২

লালপুর থানার ওসি হিসেবে পদায়িত হলেন মমিনুজ্জামান

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়িত হয়েছেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মমিনুজ্জামান। তিনি ২০২৫ সালের ৪ জানুয়ারি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন কর্মরত ছিলেন। গত ৯ এপ্রিল থেকে ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত পত্রে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়িত হন।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৪ জুলাই ২০২৫) মো. মমিনুজ্জামান বলেন, লালপুর থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা পালন করবেন। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক, সন্ত্রাস, হ্যাকার নির্মূল, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগনের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব কার্যক্রম সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
রংপুর সদরে জন্মগ্রহণ করেন মো. মমিনুজ্জামান। তিনি নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, রংপুর কারমাইকেল কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মো. মমিনুজ্জামান ২০১১ সালের ১ জুলাই সাব ইন্সপেক্টর হিসেবে দিনাজপুর জেলার খানসামা থানায় কর্মজীবন শুরু করেন। এরপর ফুলবাড়ী, চিরির বন্দর, কুড়িগ্রাম সদর (ডিবি), ২০১৯ সালে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে পদোন্নতি লাভ করে (তদন্ত কর্মকর্তা) দিনাজপুরের খানসামা, নবাবগঞ্জ থানা, নাটোর সদর (ডিবি) হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ৪ জানুয়ারি তিনি লালপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। ২০২৫ সালের ৯ এপ্রিল থেকে অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) হিসেবে অতিরিক্ত দায়িত্ব করেন। ২০২৫ সালের ৩ জুলাই নাটোরের পুলিশ সুপার (এসপি) স্বাক্ষরিত পত্রে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি পদাধিকার বলে লালপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.