নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই ২০২৫) উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে লালপুর উপজেলার কর্মপরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও লালপুর উপজেলা আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহাসিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা, একতা এবং দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
অন্যান্য নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দলীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চারিত হয়, যা আগামী দিনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।