নাটোর প্রতিনিধি :
নাটোরে লালপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই ২০২৫) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠান সমুহে শিক্ষার্থীদের মাঝে চারা প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, সুব্রত কর্মকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল বারী, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, দীপেন্দ্রনাথ রায়, সাজেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।