নাটোর প্রতিনিধি :
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের অর্ধযুগ (৬ বছর) পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই ২০২৫) ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে অতিথি ছিলেন, নবাব সিরাজ উদ-দৌলা (এনএস) কলেজের অধ্যাপক অলোক মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত, এনডিসি সোহাগ বাবু প্রমুখ।
ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের সঞ্চালনায় সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, প্রথম আলোর নাটোর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এডভোকেট মুক্তার হোসেন, মাই টিভির গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক লাকি, আশরাফুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আলী সুফি সান্টু, যুগ্ম সম্পাদক লিটন হোসেন লিমন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক নেতা, সুধীজন এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইন্টারনেট সাংবাদিকতার গুরুত্ব এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।