মোঃ হারুনার রশিদ পাপ্পু :
অনেক দিনের পুরানো স্মৃতি, মনে পড়ে যায়।
বাড়ির পাশে খরস্রোতা পদ্মা, সরবে বয়ে যায়।
বৃষ্টি ভেজা বিকেল বেলা,ঘাটে বাধা তরী।
দমকা,ঝড়ে দুরে যায়, ছিড়ে গিয়ে দড়ি।
নার্গিস আপা আমায় ডেকে,উচ্চ স্বরে বলে।
নৌকা তোদের যাচ্ছে চলে,জোরে অথৈ জলে।
বৃষ্টিতে ভিজে দু’ভাইবোন, দৌড়ে যায় নদীর ধারে।
সাঁতার দিয়ে লা নিয়ে, ফিরে আসি তীরে।