নাটোর প্রতিনিধি :
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নাটোরের লালপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই ৫০২৫) লালপুর উপজেলা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, উপজেলা সহ-সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, মো. মহাসিন আলমসহ ইউনিয়ন পর্যায়ের আমীর ও সেক্রেটারিরা।
সভায় বক্তারা ঐতিহাসিক এ সমাবেশে লালপুর উপজেলা থেকে সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। সেই সাথে সমাবেশকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।