শনিবার | ১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২

ভবানীপুর মাদ্রাসার একজনও পাস করেনি

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ভবানীপুর দাখিল মাদ্রাসায় ১৬ জন শিক্ষক মিলে একজন শিক্ষার্থীকেও পাস করাতে পারেননি। এ বছর দাখিল পরীক্ষায় মাদ্রাসাটি থেকে দাখিল পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউই উত্তীর্ণ হয়নি।
মাদ্রাসার শিক্ষকদের দাবি, ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়া এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হলেও পূর্বে ভালো ফলাফল করে এসেছে।
স্থানীয়রা প্রতিষ্ঠানটির কার্যক্রম ও শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, প্রধান শিক্ষকসহ দায়িত্বে থাকা শিক্ষকরা সংখ্যা ১৬ জন। পুরো বছরের পাঠদান শেষে এমন ফলাফল মেনে নেওয়া যায় না। যা শিক্ষার্থীদের জীবনের ওপর অপূরণীয় প্রভাব ফেলতে পারে।
মাদ্রাসার সুপারিন্টেডেন্ট মো. শফিকুল ইসলাম হতাশ না হয়ে বলেন, গত বছর সবাই পাস করেছিল। এবার হয়নি, এমন হতেই পারে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি বিগত সময়ে ভালো ফলাফল করে আসছে। গত বছর ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছিল। তারপরও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। এবার ১৬ জন পরিক্ষা দিয়ে পাস করতে পারেনি, এমনটা হতেই পারে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর (১০ জুলাই ২০২৫) প্রকাশিত ফলাফলে লালপুর উপজেলায় এসএসসি ও সমমান গড় পাসের হার ৬৫.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। দাখিল পরীক্ষায় পাসের হার ৪৮.৩৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১ জন। একমাত্র ভবানীপুর মাদ্রাসার ফলাফল শূন্য। আর এসএসসি (ভোকেশনালে) পাশের হার ৬৬.৫১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
শনিবার (১২ জুলাই ২০২৫) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, একটি প্রতিষ্ঠানে কেউ পাস না করা খুবই অস্বাভাবিক। কী কারণে এমন ফল হয়েছে, তা জানতে ব্যাখ্যা চাওয়া হবে। প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.