নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে আগুনে পুড়ে ৩টি গরু ও ৪টি ছাগল মারা গেছে। পুড়ে ছাই হয়ে গেছে খামারি আমানুল্লাহ আমানের স্বপ্ন।
সোমবার (১৪ জুলাই ২০২৫) ভোর রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
ক্ষতিগ্রস্ত খামারি আমানুল্লাহ আমান (৪০) বলেন, অনেক কষ্ট করে ৩টি গরু ও ৪টি ছাগলের একটি ছোট্ট খামার দিয়েছিলাম। সেগুলো বিক্রি করে বড় আকারে একটি খামার দেওয়ার স্বপ্ন ছিল। রোববার দিবাগত রাতে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে গোবরের লাকড়ি জ্বালিয়ে রেখেছিলাম। পরে দেখি আগুন ধরে গেছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। শেষ হয়ে গেছে আমার স্বপ্ন।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টা নিশ্চিত করে পাবনার ঈশ্বরদী ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মীর আমিরুল ইসলাম বলেন, মশা তাড়াতে জ্বালানো গোবরের লাকড়ি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে কিছু খড়কুটো ও রান্নার জ্বালানি ছিল। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, দ্রুত খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও টিন দেওয়া হবে। আবেদন পেলে আর্থিক সহায়তা করা হবে।