নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গোঁসাইয়ের আশ্রমে আমপাড়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করেছে যৌথবাহিনী ।
রোববার (১৩ জুলাই ২০২৫) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত হলেন, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের উসমান মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪২) ও আজিজুর মন্ডলের ছেলে সাইদুর রহমান (৫০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, চলতি বছর গত ২০ মে আশ্রমে বাগানের আম সংগ্রহকালে আশ্রম চত্বরে আতঙ্ক ছড়াতে কয়েকজন দুর্বৃত্ত কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষন ও মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় আশ্রমের আম বাগানের ক্রেতা নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার নওপাড়া এলাকায় শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ও সাইদুর রহমানকে আটক করে লালপুর থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, গোঁসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মে, ২০২৫ গোঁসাই আশ্রমে বাগানের আম সংগ্রহকালে আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় বাগানের আম ক্রেতা নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এর আগে ২০ মে আব্দুল জব্বার ও ২১ মে মো. রুবেল আলী নামের ২ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিল পুলিশ।