সোমবার | ১৪ জুলাই, ২০২৫ | ৩০ আষাঢ়, ১৪৩২

যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১৩ জুলাই ২০২৫) নাটোর জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৩ আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আল আমিনের মহামান্য আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর।
আসামি পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ জানান, মহামান্য হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে রোববার নাটোর জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ২৩ আসামি। এ সময় আশরাফুল আলম লুলু (৫৬), এনামুল হক কালু (৩৮), মিলন ফরাজী (৩২), রাসেল আলী (৩৩), মিজানুর রহমান (৪০) ও আনারুল ইসলাম (৩৮) এর জামিন মঞ্জুর করেন। বাকি ১৭ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
আটকৃতরা হলেন, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ, মাইনুল ইসলাম বিপ্লব, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবনসহ ছাত্রদল ও যুবদলের কর্মী সোহাস, মিল্টন, সুমন, মেহেদী, সজীব, তানভীর, মালেক, আরিফ, চঞ্চল, লিটু, রাকিব ও বাপ্পি।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল লালপুরে প্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁর অনুসারীরা। এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। রোববার মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.