নাটোর প্রতিনিধি
নাটোরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের হুগোলবাড়িয়া এলাকায় যমুনা ডিষ্টিলারি কারখানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এসময় তারা বলেন, দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুল সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটোরে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌস উল আলম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক মেহেদী হাসান, পরিদর্শক সাইফুর রহমান, আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, যমুনা ডিষ্টিলারির পরিচালক টেকনিক্যাল এ,কে, এম সিরাজুল ইসলাম, মহা ব্যবস্থাপক অশোক কুমার বসু, উপ মহা ব্যবস্থাপক, উত্তম কুমার কুন্ডু, সহকারী মহাব্যবস্থপক বরুন রায় চৌধুরী, প্রকৌশলী মাসুদুর রহমান, খন্দকার নুরুল আলম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শহীদুল হক সরকার, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসানসহ যমুনা ডিষ্টিলারী কারখানার সকল শ্রমিক কর্মচারী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।