নাটোর প্রতিনিধি :
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির, যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাকে নিয়ে যেকোনও ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। দেশ যখন নির্বাচনের দিকে আগাচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রশাসন ঠিক ভাবে কাজ করছে না বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হচ্ছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। দ্রুত সকল অপতৎপরতা বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান বক্তারা।