বুধবার | ১৬ জুলাই, ২০২৫ | ১ শ্রাবণ, ১৪৩২

গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাচাষ ও মাদক ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা জামশেদ আলী (৭৫) ও তার মেয়ে মোছা. মরিয়ম বেগম (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের বাড়ি থেকে চাষকৃত গাঁজার গাছ ও ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের এবং জব্দকৃত আলামতসহ তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে তারা গাঁজাচাষ ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, জামশেদ আলী ও তার মেয়ে মরিয়ম দীর্ঘদিন ধরে গাঁজার চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.