শুক্রবার | ১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২

পদ্মার চরে সেনাবাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক ৩, মাদক ও চাঁদা দেওয়ার তালিকা উদ্ধার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর পদ্মা নদীর চরের সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালপুরের পদ্মা নদীর মোল্লাপাড়া চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নাটোর ও পাবনা ক্যাম্পের সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়ার দক্ষিন ভবানীপুরের মৃত আজিজুল হকের ছেলে ও আওয়ামী লীগ নেতা কাকনের ভায়রা ভাই মেহেফুজ হক সোহাগ (৪০), ঈশ্বরদীর আরামবাড়িয়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি (৩০) ও লালপুরের কাইগিমারির চর এলাকার ভাষানের স্ত্রী রোকেয়া খাতুন (৫৫)। আটকৃতরা আওয়ামী লীগ নেতা কাকনের লোক বলে জানা গেছে।
এ সময় জব্দকৃত সামগ্রীর তালিকায় রয়েছে, বিদেশি তিনটি আগ্নেয়াস্ত্র পাকিস্তানি রিভলভার (০.২২ মিমি), ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), ডাবল ব্যারেল শাটার গান (১২ মিমি গেজ), ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি বল অ্যামো, ৯ রাউন্ড ০.২২ মিমি বল অ্যামো, ১টি ৭.৬৫ মিমি এফসিসি, ১টি ১২ মিমি গেজ শট শেল এফসিসি, ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭টি দেশীয় রামদা, ১টি ফোল্ডিং সুইস নাইফ, ৫টি বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের উপকরণ, নগদ ১২ লাখ ৫৬ হাজার ৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ১টি সেচ পাম্প, ১টি জেনারেটর, ১টি ক্রেডিট কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি এনআইডি কার্ড, ৩টি চেক বই, ১টি মানুষের খুলি ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা। এছাড়াও নাটোরের ডিসি, সার্কেল এসপি, নৌ পুলিশ, থানার ওসি, টহল পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মাশোয়ারার টাকা কে কত পার্সেন্ট, প্রতিদিন, সপ্তাহে ও মাসে পান সেসবের দুটি ভলিউম বই ও উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেশিত ছিল সাধারন জনগন। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদেরকে অস্ত্র ঠেকিয়ে মাছ ছিনিয়ে নেওয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজি, চরে ত্রাস সৃষ্টি করা ছিল কাকন বাহিনীর নিত্তনৈমিত্তিক কাজ। দীর্ঘ একটানা ১২ ঘন্টা সেনাবাহিনীর অপারেশন করে কাকন গ্রুপ (সন্ত্রাসী সংগঠন)-এর একটি ঘাঁটির উপর পাবনা ক্যাম্প ও নাটোর ক্যাম্পের যৌথ অভিযান পরিচালিত হয়। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি-অপতৎপরতা নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তিবর্গ ও জব্দকৃত সামগ্রী স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
তারা আরও জানিয়েছেন- আটক মেহেফুজ সোহাগ ও বাপ্পি স্বীকারোক্তি দেন- ‘আমরা এখানে নৌকা চালাই ও ক্যাশিয়ারের কাজ করি। কাকনবাহিনী এই অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখানে রাতে মাদক সেবন ও বিক্রি, অস্ত্র কারবারি ও নারীদের নিয়ে এসে আনন্দ ফুর্তি করা হয়। কাকন বাহিনীর লোকজনের বাড়ি থেকে বিদেশি অস্ত্র, দেশী অস্ত্র, মাদকদ্রব্য, নগদ টাকা সহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি পেয়েছে। এগোলো দিয়ে কাকন বাহিনী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিমুনজ্জান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.