বুধবার | ২৩ জুলাই, ২০২৫ | ৮ শ্রাবণ, ১৪৩২

সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহে (২২-২৮ জুলাই ২০২৫) এবারের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ নিয়ে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।
মাছের ঘাটতি মেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উপজেলার যেসব পুকুরে অন্তত বছরের ৩-৪ মাস পানি থাকে সেখানে মাছ চাষ করার জন্য চাষিদের বিশেষ তাগিদ দেন তিনি।
এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.