নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধির নিকট থেকে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। সোমবার রাত সারে নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রাস্তার মহিষভাঙ্গা এলাকার এই ঘটনা ঘটে। ওই ঔষধ কোম্পানির প্রতিনিধির নাম জমির উদ্দিন। তিনি গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির বড়াইগ্রাম উপজেলা বিক্রয় প্রতিনিধি।
জমির উদ্দিন বলেন, উপজেলার সদর এলাকা লক্ষীকোল বাজার কোম্পানির কাজ শেষ করে বনপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিষভাঙ্গা এলাকার গাজী অটো রাইস মিল পার হলে পিছন মোটরসাইকেল নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে পথ রোধ করে। আমার কাছে ইয়াবা ট্যাবল্যাট আছে বলে তল্লাশী শুরু করে। ঔষধ কোম্পানির প্রতিনিধির পরিচয় দিয়ে তল্লাশী করার জন্য সামনে এগিয়ে গিয়ে যেতে বললে তারা চর-থাপ্পর মারে। পরে আমার মানিব্যাগ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ছিনতাই কারীকে সনাক্ত করে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।