বিশেষ প্রতিনিধি:
এমিরেটস গ্রুপ সারাবিশ্বে একটি ট্যালেন্ট হান্ট এবং নিয়োগ প্রোগ্রাম শুরু করেছে। গ্রুপটির অভাবনীয় উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় মানবসম্পদ নিয়োগ এই প্রোগ্রামের লক্ষ্য। এর অধীনে ৩৫০টির অধিক ভূমিকায় ১৭,৩০০ এর অধিক প্রতিভাবান পেশাদারকে নিয়োগ দেয়া হবে বলে এমিরেটসের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এমিরেটস জানায়, যেসব ক্ষেত্রে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বানিজ্যিক ও সেলস টীম, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, আইটি, মানবসম্পদ ও ফিন্যান্স। এ লক্ষ্যে বিশ্বের ১৫০টি নগরীতে ২,১০০ এর অধিক ‘ওপেন-ডে’ আয়োজন করবে এমিরেটস গ্রুপ।
জানা গেছে, ২০২২ সাল থেকে অদ্যবধি ৪১,০০০ এর অধিক পেশাদার এমিরেটস গ্রুপে নিয়োগ লাভ করেছেন, যার মধ্যে প্রায় ২৭,০০০ বিভিন্ন অপারেশন্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে। বর্তমানে গ্রুপটিতে ১২১,০০০ এর অধিক এমপ্লয়ী কাজ করছে।
দুবাই ভিত্তিক এমপ্লয়ীরা এমিরেটস গ্রুপের বিভিন্ন আকর্ষণীয় সুবিধা লাভ করেন, যার মধ্যে রয়েছে প্রফিট শেয়ার, সর্বাত্মক মেডিক্যাল ও জীবন বীমা কভারেজ, বিভিন্ন ভ্রমণ সুবিধা যেমন বাৎসরিক ছুটিতে ফ্লাইট টিকিট, নিজের এবং পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জন্য টিকিট মূল্যে বিশেষ ছাড়, মালামাল পরিবহণে মূল্যছাড় এবং মেম্বারশীপ কার্ডের মাধ্যমে বিভিন্ন রিটেইল, হসপিটালিটি ও লাইফস্টাইল আউটলেটে মূল্যছাড় ইত্যাদি।
আগ্রহী প্রার্থীরা এ নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য www.emiratesgroupcareers.com এ গিয়ে আবেদন করতে পারেন।