শনিবার | ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১

আমাদের কথা

দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ বাংলা ভাষার পত্রিকার পথচলা শুরু ২০১৬ সালের ১৬ ডিসেম্বর। ‘মানবতার স্পন্দন’ স্লোগান নিয়ে প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে। তরুণ ও উদ্যোমী সংবাদকর্মী নিয়ে সব খবর তুলে ধরছি, যা সংবাদমাধ্যমের তুলনায় ভিন্ন রূপে উপস্থাপিত হচ্ছে।
এখানে রয়েছেন সংবাদমাধ্যমের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ। দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি একজন শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী এবং সংগঠক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। শাবি ক্যাম্পাস সাংবাদিকতার অগ্রনায়ক। নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে ১ মার্চ থেকে ‘আজকের পত্রিকা’র লালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৮৯ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘নগর বার্তা’ পত্রিকার সাংবাদিকতার যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, কলামিস্ট, সম্পাদনাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রধান সম্পাদক, সাপ্তাহিক লালপুর বার্তা, নাটোর (১৩ জুলাই ২০১৪ থেকে ২০১৯); দৈনিক প্রথম আলো, ঢাকা, লালপুর (নাটোর) প্রতিনিধি (২৯ আগস্ট ২০০২ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪); দৈনিক সানশাইন, রাজশাহী (১ জানুয়ারি ২০০২ থেকে); দৈনিক স্বতঃকন্ঠ, ঈশ্বরদী, পাবনা (২০০৮ থেকে)। এছাড়া দৈনিক উত্তর কোণ, বগুড়া (২১ মার্চ ২০০৩ থেকে ২০১০); দৈনিক জনকন্ঠ ও ইত্তেফাক, ঢাকা (১৯৯৭-১৯৯৯);’ দৈনিক আজকের সিলেট, সিলেট (১৯৯৫-১৯৯৭); দৈনিক সিলেটের ডাক, সিলেট (১৯৯৭-১৯৯৯); বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা (১৯৯৫-১৯৯৮); সাপ্তাহিক নগর বার্তা, ঢাকা (১৯৮৯-১৯৯২); নতুন পৃথিবী, নিউজার্সি, আমেরিকা (ফেব্রুয়ারি ২০০০-জুলাই ২০০২) পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি শাহজালাল বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সম্মাননা লাভ করেন (২০১৬)। এছাড়া বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়েছে।
তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সিলেট (১৯৯৫-১৯৯৯); অর্থ সচিব, বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশন, ঢাকা (১৯৯৭-১৯৯৮); প্রতিষ্ঠাতা সদস্য, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব, নাটোর (১৯৯৩), সভাপতি (২০২২)। তিনি নাটোরের লালপুরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক সাথে চলি’-র সভাপতি; ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, লালপুর থানা কেন্দ্রীয় পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯২); লালপুর ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি (২০১৯); লালপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা; মানবাধিকার কমিশন লালপুর উপজেলা শাখার সভাপতি (২০১৯-২০২২); বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী সমিতির লালপুর উপজেলা শাখার সভাপতি; লালপুর উপজেলা এডিটরস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি (২০২০) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
এছাড়াও তিনি সম্পাদক ও প্রকাশক, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ; প্রধান সম্পাদক, সাপ্তাহিক লালপুর বার্তা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘উচ্ছাস’ ২০১৯-এর সম্পাদক; লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘প্রস্ফুটন’, ১১ জানুয়ারি ২০২০-এর সার্বিক ব্যবস্থাপনা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ৫-৬ মার্চ ২০২০, সম্পাদনা সহকারী; একুশে সংকলন-উষ্ণ ভূমি, প্রথম আলো লালপুর বন্ধুসভা (২০১৫); সম্পাদক, সূচনা স্মারক, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সিলেট (১৯৯৯); সম্পাদক, প্রথম সমাপনী, সমাজকর্ম বিভাগ, শাবি, সিলেট (১৯৯৮); সহকারী সম্পাদক, প্রতীতি, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব, লালপুর, নাটোর; সহকারী সম্পাদক, দি স্যুভেনির, বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশন, ঢাকা (১৯৯৭); সহকারী সম্পাদক, দি স্প্রী, সমাজকর্ম সমিতি, শাবি, সিলেট (১৯৯৭); সহকারী সম্পাদক, অহনা, শাবি, সিলেট (১৯৯৬); সহকারী সম্পাদক, স্মরণিকা, খানসামা উপজেলা প্রেসক্লাব, দিনাজপুর (১৯৯৬) ছাড়াও বিভিন্ন প্রকাশনার সম্পাদনা করেন।
দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ ভিন্ন আঙ্গিকে এমনভাবে সাজানো হয়েছে, যেন এটি পরিবারের সবার পত্রিকা হয়ে উঠতে পারে। এক পত্রিকার মাধ্যমে ভিন্ন ভিন্ন বয়স, শ্রেণি ও পেশার পাঠকের কাছে পৌঁছানো যায়। এর প্রিন্ট ও অনলাইন ডিজিটাল মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে যেকোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডকে তুলে ধরার অনন্য সুযোগ থাকছে। আমরা খবরের ভেতরের খবর তুলে ধরার চেষ্টা করি। যাতে পাঠকের চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করে দৈনন্দিন জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.