নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের প্রথম বর্ষের ৬ জন ছাত্রীদের মাঝে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশুনায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সেই সাথে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসায় সিবিইটি ও সুরভী কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ দেওয়া হয়। সপ্তম বারের মতো অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিইবিটি বৃত্তি পাওয়ায় এ ধারা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের সহসভাপতি ড. মো. শরীফুল ইসলাম জানান, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ২০২৫ এ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হয়। এইচএসসি পর্যায়ে নির্বাচিত ৫৩টি প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের গরিব মেধাবী ও এতিমদের বৃত্তি দেওয়া হয়।
সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বলেন, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১২ সালের আগস্ট মাসে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠন যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে থাকে। সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা ‘সুরভি’র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইলে [email protected]।