বিশেষ প্রতিনিধি:
সম্প্রতি লন্ডনে অয়োজিত দা টেলিগ্রাফ ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৫ এর এমিরেটসকে সেরা দূরপাল্লার এয়ারলাইনের স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিশ্বমানের প্রোডাক্ট, ব্যাতীক্রমধর্মী সেবা এবং অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতার জন্য বিশ্বব্যাপী দা টেলিগ্রাফ ট্রাভেলের ২০ হাজারের অধিক পাঠকের বিবেচনায় এমিরেটস এই সম্মাননা লাভ করে। এমিরেটস এর মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
লন্ডনের পপানজার হোটেল ক্যাফে রয়্যালে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে এমিরেটসের লেজার সেলস ম্যানেজার হেলেন ব্রীন এয়ারলাইনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।
ইতোপূর্বে, ২০২৩ এবং ২৪ সালেও দা টেলিগ্রাফ ট্রাভেল এমিরেটসকে সেরা দূরপাল্লার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি প্রদান করে। এছাড়াও, ২০২৪ সালে দা টেলিগ্রাফ অ্যাওয়ার্ডসে এয়ারলাইনটি বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে সম্মাননা লাভ করে। ঐ সময়, বিশ্বের শীর্ষ ৯০টি এয়ারলাইনের তালিকায় এমিরেটস শীর্ষস্থান লাভ করে। ৩০টির অধিক মানদণ্ডের ভিত্তিতে গ্রাহকরা তাদের মতামত প্রকাশ করেন। এসব মানদণ্ডের মধ্যে ছিল- সময়ানুবর্তিতা, ব্যাগেজ এলাউন্স, রুট নেটওয়ার্ক, হোম এয়ারপোর্টের মান, বহরের গড় বয়স, রিওয়ার্ড প্রোগ্রাম এবং ইনিফ্লাইট মীল।
উল্লেখ্য, ২০২৫ সালে এমিরেটস বিশ্বের সর্বাধিক সুপারিশকৃত ব্র্যান্ডের স্বীকৃতি লাভ করে। একমাত্র এয়ারলাইন হিসেবে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পায় এমিরেটস।
এমিরেটস বর্তমানে যুক্তরাজ্যে সপ্তাহে ১৩৩টি ফ্লাইট পরিচালনা করেঃ লন্ডন হিথ্রোতে দৈনিক ৬টি, গ্যাটউইকে দৈনিক ৩টি, স্ট্যানস্টেডে দৈনিক ২টি, ম্যাঞ্চেস্টারে দৈনিক ৩টি, বার্মিংহামে দৈনিক ২টি এবং নিউক্যাসেল, গ্লাসগো ও এডেনবার্গে দৈনিক ১টি।