নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অন্য কোম্পানির পণ্যের নামে নকল পণ্য তৈরির অপরাধে দেশ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, অভিযানকালে বিএসটিআই এর অনুমোদন বিহীন ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও পানীয় উৎপাদন এবং অন্য কোম্পানির পণ্যের নামে নকল পণ্য তৈরির অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী দেশ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ সময় নকল পণ্য সামগ্রী ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।