ঢাকা, ২৮ জুলাই ২০২৫:
দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ “জুলাই ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান” স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় ইতিহাসের এ গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণতন্ত্র ও সামাজিক পরিবর্তনের চেতনাকে শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সোমবার (২৮ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর ভাইস চেয়ারম্যান ডা. মিনহাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিওটি সদস্য কাজী সলিমুল হক কামাল, সদস্য সচিব মুহম্মদ নাজমুল হাসান, সদস্য মাহমুদুর রহমান, সাবেক উপাচার্য আমিন উদ্দিন মৃধা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ নুরুন্নবি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মাহবুবুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অভিজ্ঞতার উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে কুরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, রেজিস্ট্রারের বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য এবং প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরা হয়। শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।