নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নাটোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা।
আরও বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মেসবাহুল আলম, নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুস্তম আলী হেলালী, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল, সহকারি শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রানা, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আকতার, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, অভিভাবক শাবান আলী, কৃতী শিক্ষার্থী আতিকুর রহমান, নুসরাত, মুক্তাতি আল পল্লব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেসবুক বাদ দিয়ে, বইকে সঙ্গী বানাতে হবে। কে তোমার সময় নষ্ট করতে চাই, কোন বিষয়টা তোমাকে গিলে ফেলতে চায় এগুলোর দিকে খেয়াল না করে তোমাকে লক্ষ্যের দিকে টার্গেট রাখতে হবে। মায়েদের হাতে যাদু আছে, তারা স্বপ্নের মানুষ বানাতে পারে। একদিন এই শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবী জয় করতে সক্ষম হবে। কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা পুরষ্কার শিক্ষায় অনুপ্রানিত ও উৎসাহ যোগাবে।
এ সময় প্রতিষ্ঠানের কমিটির সভাপতি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কারিগরি ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক কৃতী শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রম অনুসারে বিবেচিত কৃতী শিক্ষার্থীদের এসএসসিতে ১০ হাজার টাকা ও এইচএসসিতে ২৫ হাজার টাকা, সম্মানা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।