বুধবার | ৩০ জুলাই, ২০২৫ | ১৫ শ্রাবণ, ১৪৩২

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর উদ্যোগে নাটোরের লালপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের লালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।


মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ‘শিক্ষা মোদের দাবি নয় শিক্ষা মোদের অধিকার, বৃত্তি ফিরিয়ে দাও বৈষম্য হটাও, প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন? শিক্ষা উপদেষ্টা জবাব চাই, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যহীন শিক্ষা চাই, শিক্ষা আমার অধিকার বৃত্তি আমার অহংকার, শিক্ষার মঞ্চে সমান অধিকার চাই’ এমন বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. সাইদুজ্জামান লিটন, লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, শিক্ষার্থী মরিয়ম, রাইসা ইসলাম, আফিয়া আনিম, জান্নাতুল মাওয়া প্রমুখ।
বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যে অর্জন করে।


বক্তরা প্রধান উপদেষ্টার নিকট আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পূর্বের ন্যায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান। ‎
পরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজিত কর্মসূচীতে লালপুর উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানাকে স্মারকলিপির কপি প্রদান করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.