শনিবার | ২ আগস্ট, ২০২৫ | ১৮ শ্রাবণ, ১৪৩২

নাটোর জেলা পুলিশ পাঠাগার উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি বাংলাদেশ পুলিশ নাটোর জেলার মরহুম কনস্টেবল কুদরত আলী দেওয়ানের পুত্র মো. খালিদ মাহমুদ এবং নাটোর জেলা পুলিশের সর্বকনিষ্ঠ পুলিশ সদস্য কনস্টেবল মো. রহমত আলীকে নিয়ে নাটোর জেলা পুলিশ পাঠাগার, এর শুভ উদ্বোধন করেছেন।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) নাটোর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সারোয়ার জাহান।
রাজশাহী রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধান অতিথিকে ফুলেল অভিবাদন জানান। তিনি প্যারেডের সালামি গ্রহণসহ প্যারেড পরিদর্শন করেন। তিনি জেলা পুলিশ পাঠাগারের বিভিন্ন সেলফ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে জেলা পুলিশ পাঠাগারের জন্য তাঁর নিজের লেখা এক সেট বই প্রদানেরও ঘোষণা দেন।


এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন লাবু, নাটোর সদর কোর্ট ইন্সপেক্টর মো. মোস্তফা কামাল, ইন্সপেক্টর অপরাধ শাখা নীরেন্দ্রনাথ মন্ডল, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার, গুরুদাসপুর থানার ওসি মো. আসমাউল হক, নলডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম, লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান, সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. রেজাউল করিম, ইন্সপেক্টর (ডিএসবি) মো. মশিউর রহমান, ইন্সপেক্টর (পুলিশ কন্ট্রোল) মো. আবু সাইদুর রহমানসহ অন্যান্য অফিসার, সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.