সোমবার | ৪ আগস্ট, ২০২৫ | ২০ শ্রাবণ, ১৪৩২

গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের (৩২) স্ত্রী ও পার্শ্ববর্তী ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিলেন নিলা বেগম। সাড়ে ৭ টার দিকে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।
লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নীলা বেগমের শাশুড়ি মোছা. মর্জিনা বেগমকে (৫০) আটক করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছেন।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.