নাটোর প্রতিনিধি :
‘৫ আগস্টের ১২টার আগ পর্যন্ত অনেক সংগঠনকে মাঠে দেখা যায়নি, আজকে অনেকেই বড় বড় কথা বলছেন। এনসিপির ছোট ভাইদের বলতে চাই, ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ফিরে আসেন, তারেক রহমান এই দেশের রাজনীতি করবেন। আমরাও এই দেশে রাজনীতি করব, আপনারা কিন্তু এই দেশে রাজনীতি করতে পারবেন না। তারেক রহমানকে নেড়ে লাভ নেই। আজকে আমাদের অনেক বন্ধু সংগঠন, আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে, আপনারা কিছু করতে পারেননি। তারেক রহমান ১৭ বছর মানুষকে সংগঠিত করেছেন, সেই কারণে আপনারা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের মানুষ তারেক রহমানের জন্য অধির আগ্রহে বসে আছেন। এ দেশের গণতন্ত্রের জন্য তিনি লড়াই করছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগস্ট ২০২৪ স্মরণে নাটোরের লালপুরে বিজয় মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।
শনিবার (২ আগস্ট ২০২৫) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার রিক্সা স্ট্যান্ডে উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে এই বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপিদর সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক এ কে এম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক আবুল খায়ের এ কে, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক সুমন, আব্দুল মারুফ হযরত, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম শাহীন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তাইফুল ইসলাম টিপু বলেন, তারেক রহমানের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। আজকে অনেক সংগঠন তাকে নিয়ে ষড়যন্ত্র করছে। অনেকে বড় বড় কথা বলছেন। ৫ আগস্টের পর নতুন নতুন যেসব সংগঠন গড়ে উঠেছে, সেসব সংগঠনের নেতারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বিভিন্ন তদবির শুরু করেছেন। তারেক রহমান কোথাও কোন তদবির করেননি। সেজন্য আপনাদের বলব- আগামী দিনের নেতৃত্ব তারেক রহমানের কাছে নিরাপদ। তারেক রহমান চোরাপথে ক্ষমতায় যেতে চান না। আমরা জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা গত ১৭ বছর রাজনীতি করেছি। শেখ হাসিনার সাথে লড়াই করার মন-মানসিকতা বিএনপি নেতা কর্মীদের আছে। বিএনপির নেতাকর্মীরা কোন রক্তচক্ষুকে ভয় পায় না। আজকের সরকার ক্ষমতায় আসা এক বছর হয়ে গেছে। যারা আহত হয়েছে তাদের এখনো চিকিৎসা দিতে পারেননি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আপনারা এখনো মূল্যায়ন করতে পারেননি। আমাদের নেতা তারেক রহমান কিন্তু সব মানুষের খবর নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আজকের সমাবেশ থেকে দাবি করছি।
টিপু আরও বলেন, ৫ আগস্টের আগে যাদের কোন আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি, আজ তাদের অনেকেই বড় বড় কথা বলছেন। দলীয় নাম ব্যবহার করে দলের ক্ষতি করার চেষ্টা করছেন, চাঁদাবাজি করছেন, দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলতে চেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিগত ১৭ বছর মানুষের জন্য কাজ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ঢাকার রাজপথে পার্টি অফিসে পড়ে থেকেছি। কোন অন্যায় করিনি। কখনো করবো না। কাউকে করতে দেওয়া হবে না। বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।