নাটোর প্রতিনিধি :
জুলাই অভ্যুত্থানে আহত নাটোরের লালপুর উপজেলার পাঁচ যোদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জুলাই অভ্যুত্থান দিবসের রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার শিরিন তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত যোদ্ধারা হলেন- লালপুর উপজেলার মোস্তাফিজ, ইমন, বাকি, মঞ্জুর ও মোহন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও যুবদল নেতা সোহাগসহ দলীয় নেতাকর্মী।
সম্মাননা প্রদানকালে জুলাই যোদ্ধারা সেই সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। জুলাই বিপ্লবে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ কামরুন নাহার শিরিন বলেন, তাঁদের অবদানের কথা দেশের মানুষ কখনও ভুলতে পারবে না।