ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর থেকে এমিরেটস ফ্লাইটে সব ধরণের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, শর্ত সাপেক্ষে যাত্রীরা সাথে করে একটি পাওয়ার ব্যাংক ফ্লাইটে বহন করতে পারবেন। পাওয়ার ব্যাংকটি ফ্লাইটে অন্য ডিভাইস চার্জ এবং বিমানের পাওয়ার সোর্স ব্যবহার করে রি-চার্জও করা যাবে না। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অন্য যেসকল শর্ত পূরণ সাপেক্ষে সাথে পাওয়ার ব্যাংক বহন করা যাবে, তার মধ্যে রয়েছে এর ক্যাপাসিটি ১০০ওয়াট-আওয়ারের বেশি হবে না, পাওয়ার ব্যাংকের সঙ্গে ক্যাপাসিটি রেটিং তথ্য থাকতে হবে, ওভারহেড বীনে রাখা যাবে না, সীট পকেটে অথবা আসনের নীচে কোন একটি ব্যাগের ভিতর (সম্মুখ সারির যাত্রীদের জন্য) রাখতে হবে। চেকড লাগেজে পাওয়ার ব্যাংক বহনে নিষেধাজ্ঞাও বহাল থাকবে।
ব্যাপক পর্যালোচনা ও গবেষণার পর এমিরেটস ফ্লাইটে ঝুঁকি নিরসনের স্বার্থে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিগত বছরগুলোতে গ্রাহকদের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহারের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে, বিশ্বব্যাপী এভিয়েশন সেক্টরে লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত বিভিন্ন ঘটনা/ দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, পাওয়ার ব্যাংকে এজাতীয় ব্যাটারীই ব্যবহৃত হয়।