শনিবার | ১ নভেম্বর, ২০২৫ | ১৬ কার্তিক, ১৪৩২

মহিলা চোর চক্রের তিন সদস্য ননদ, ভাবি ও শাশুড়ি আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের ৩ সদস্য ননদ, ভাবি ও শাশুড়িকে আটক করা হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের ইউনুস শেখের মেয়ে আলিয়া খাতুন (২৫), মো. সুমন শেখের স্ত্রী হাসি বেগম (২৫) ও মৃত লালন শেখের স্ত্রী আছিয়া বেগম (৪০)।
জানা যায়, অভিযুক্ত আলিয়া খাতুন (ভাবি) সম্পর্কে হাসি বেগমের ননদ ও আছিয়া বেগম মামী শাশুড়ি হন।
বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন জানান, রোববার দুপুরে লালপুরের কলেজ মোড় এলাকার ফাতেমা বেগম নামের এক গ্রাহক ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় সংঘবদ্ধ তিন নারী ওই গ্রাহককে ঘিরে ধরেন। এ সময় তাদেরকে ব্যাংকে আসার কারণ জিজ্ঞেস করলে কোন সদুত্তোর না দিয়ে তারা চলে যেতে থাকেন। ঠিক তখনই ফাতেমা নামের ওই গ্রাহক অভিযোগ করেন তার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়েছে। তৎক্ষনাৎ ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে সন্দেহভাজন ৩ নারীকে আটক করা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহক ফাতেমা বেগম (৩৪) বলেন, আমি ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য টাকা জমার রশিদ লিখছিলাম। এমন সময় কৌশলে তারা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- অভিযুক্ত নারীদের বাড়ি নাটোরে হলেও তারা কুষ্টিয়ায় থাকেন। বিভিন্ন এলাকায় ভিক্ষা করার ছলে অপরাধ করে থাকেন। তিন নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.