মঙ্গলবার | ১২ আগস্ট, ২০২৫ | ২৮ শ্রাবণ, ১৪৩২

তানজানিয়ায় রসাটমের সহযোগিতায় পরীক্ষামূলক ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ প্রকল্প

বিশেষ প্রতিনিধি:
তানজানিয়ার দক্ষিণাঞ্চলে মুকুজু রিভার প্রকল্পে একটি পরীক্ষামূলক ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ স্থাপনা বাস্তবায়নে সহায়তা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার সাবসিডিয়ারি ‘ইউরেনিয়াম ওয়ান’ গ্রুপ। তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান স্বয়ং এই স্থাপনাটির কার্যক্রম উদ্বোধন করেন।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ উদ্বোধন উপলক্ষ্যে বলেন, “তানজানিয়ার ভূতাত্ত্বিক সম্ভাবনাকে কাজে লাগাতে রসাটম তার নিজস্ব অত্যাধুনিক ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সরবরাহ করছে। অন্যান্য সকল পার্টনারদের মতো তানজানিয়ার সঙ্গে আমরা সমতা ও পারষ্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সহযোগিতা করতে আগ্রহী। বৈশ্বিক এনার্জি খাতে তানজানিয়াকে সংযুক্ত করার প্রচেষ্টায় সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত”।

তানজানিয়ার নিওটা রিজার্ভে এই পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় সমাধান প্রদান করা হবে। প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে মূল প্রক্রিয়াজাত স্থাপনাটির ডিজাইন করা হবে। প্রকল্পটি চালু হলে বাৎসরিক তিন হাজার মেট্রিকটন ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। মূল প্রকল্পটির নির্মান কাজ ২০২৬ সালের প্রথম দিকে শুরু হওয়ার পর ২০২৯ সালে পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনায় তানজানিয়া এবং আন্তর্জাতিক পরিবেশ মানদন্ড সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে। এখানে আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থা যেমন, রিয়েলটাইম ইকোসিস্টেম মনিটরিং, পানির কোজড-লুপ পুনঃসঞ্চালনসহ বিভিন্ন জীববৈচিত্র সুরক্ষা উদ্যোগ থাকবে।

মুকুজু রিভার প্রকল্পটি মাত্রা তানজানিয়া লিঃ এর মালিকানাধীন একটি সংস্থা, যা রসাটমের অধীনস্থ ইউরেনিয়াম ওয়ান গ্রুপের একটি অংশ। বিশ্বের অন্যতম বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী ইউরেনিয়াম ওয়ান গ্রুপের বিভিন্ন প্রকল্প কাজাখস্থান, নামিবিয়া এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.