মঙ্গলবার | ১২ আগস্ট, ২০২৫ | ২৮ শ্রাবণ, ১৪৩২

বিশ্ব যুব দিবস উপলক্ষে সনাকের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে বিশ্ব যুব দিবস উপলক্ষে আরটিআই ক্যাম্পেইন, গণস্বাক্ষর কর্মসূচি, দুর্নীতি বিরোধী শপথ পাঠ ও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজে এ আয়োজন করা হয়।
সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ।


ইয়েস ডেপুটি লিডার উমর ফারুকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক জামালপুরের সহ-সভাপতি ও ইয়েস বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং যুব রেডক্রিসেন্ট সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানউল্লাহ আল মারুফ, ইয়েস বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক শর্মী চৌধুরী। ওরিয়েন্টেশনে টিআইবি ও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.