শুক্রবার | ১৫ আগস্ট, ২০২৫ | ৩১ শ্রাবণ, ১৪৩২

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্রের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে পানিতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো, উপজেলার নওপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. ফরিদ ইসলাম (১৪) ও ময়মনসিংহের ত্রিশালের দড়িল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানী (১৫)। তারা দু’জনই উপজেলার নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুলন উলুম হাফিজিয়া মাদরাসার ছাত্র। এরমধ্যে রাব্বানি তার নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশুনা করে।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা বিষয়টি নিশ্চিত করে বলেন, নওপাড়া হাফিজিয়া মাদ্রাসার হুজুর উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সিদ্দিক আলীর ছেলে মো. আল আমিন হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে ২০ জন ছাত্র নিয়ে পদ্মা নদীর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া ঘাটে গোসল করতে নামেন। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় এ সময় দুইজন ছাত্র ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, লালপুর থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন। চারটার দিকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।


লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার এ কে এম লতিফুল বারী (পিএফএম) বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও তাঁদের যৌথ উদ্ধার তৎপরতায় বিকেল সাড়ে ৩টার দিকে মো. ফরিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর চারটার দিকে অপর ছাত্র গোলাম রব্বানীর লাশ উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মায় পানিতে ডুবে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। মরদেহ দাফনের জন্যে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.