রবিবার | ১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আবুল খায়ের মো. আক্কাস আলী

নিজস্ব প্রতিবেদক :
কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার (১৭ আগস্ট ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি কারিগরি শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।


আবুল খায়ের মো. আক্কাস আলী ১৫তম বিসিএস (গণপূর্ত) ক্যাডার ছিলেন। কুষ্টিয়া জেলার কৃতী সন্তান আক্কাস আলী কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও জাপান থেকে এমপিপি ডিগ্রি লাভ করেন।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর চাকরিতে যোগদান করেন আক্কাস আলী। পরে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৯ সালের ১৬ জুন যুগ্ম সচিব হিসেবে এবং ২০২৪ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে প্রধান বিদ্যুৎ পরিদর্শক হিসেবে যোগদান করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.