রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

লালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর’ এর সহযোগীতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর ২০২৩) উপজেলার কদিমচিলান বাজারে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার ৯ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও পুসানের উপদেষ্টা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিনামূল্যে ওষুধ ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক ও মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর এর সাধারণ সম্পাদক এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী সন্দিপ মহন্ত বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এস এম নাফিস জাকির, ডা. নওরোজ বিশ্বাস ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সোহানুর রহমান মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ২৬১ জনের ব্লাড গ্রুপিং, ১৭৬ জনের ডায়েবেটিস পরীক্ষা, ৪৭০ জনের নানা রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
সার্বিক তত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন লিখন, প্রধান সমন্বয়ক ছিলেন পুসানের সাবেক সাধারণ সম্পাদক ও ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর’ এর সভাপতি ও নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন।
ক্যাম্পের স্থাপনে সার্বিক সহায়তা করে বিএমএ-নাটোর ও বায়ো ভিক্টো কোম্পানি লিমিটেড।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.